সুবীর নন্দীর চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শিল্পীর মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনা তাদেরকে জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দিয়েছিলেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে সুবীর নন্দীর খোঁজখবর নেন। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন। এ সময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সুবীর নন্দীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে নিজ ঘরে পুলিশের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার