রাজ্জাকের পর মাশরাফির ৪০০ উইকেট

পপুলার২৪নিউজ ডেস্ক :

৩৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন। মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল মাত্র ১ উইকেট। কাঙ্ক্ষিত সেই উইকেটও পেলেন মাশরাফি বিন মুর্তজা। ইরফান শুক্কুরকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন মাশরাফি। বুধবার সাভারের বিকেএসপিতে মোহামেডান ওপেনার শুক্কুরকে বোল্ড করে এ মাইলফলকে পৌঁছান তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এ রেকর্ড গড়লেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবার আগে ৪০০ উইকেটের মাইলফলক ধরেন বাঁহাতি এ স্পিনার আব্দুর রাজ্জাক। চলতি প্রিমিয়ার লিগেই এ কৃতিত্ব দেখান তিনি। ২৭৫ ম্যাচে তার এখন উইকেট ৪০৮টি। ২৬৯তম ম্যাচে এসে মাইলফলক ছুঁয়েছিলেন রাজ।

সেখানে মাশরাফির ৪০০ উইকেট পেতে লাগল ২৮৭ ম্যাচ। এ ঘরানার ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার পর আছেন সাকিব আল হাসান। ৩০৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধতিতাস গ্যাসে দুর্নীতি হচ্ছে ২২ খাতে
পরবর্তী নিবন্ধভারতীয় তরুণীকে ভালোবেসে পাকিস্তান ছেড়েছিলেন ইমরান তাহির