ট্রাম্পের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে: আসাদ

পপুলার২৪নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ট্রাম্পনীতির কঠোর সমালোচনা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।

যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে, তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়। খবর আনাদোলুর।

সিরিয়া সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে মঙ্গলবার দামেস্কে এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এ নিন্দা জানান।

তিনি বলেন, ওয়াশিংটনের এই ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে।

বৈঠকে জারিফ ও আসাদ বলেন, আমেরিকা ও কয়েকটি আরব দেশের বিদ্বেষীনীতি ইরান ও সিরিয়া সরকারকে তাদের জনগণের অধিকার রক্ষা করার পদক্ষেপ থেকে বিরত রাখতে পারবে না।

তারা স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিহার করে কূটনৈতিক উপায়ে এসব দেশকে সামাল দেয়ার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এ সময় আমেরিকার পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জারিফ বলেন, গোটা গোলান মালভূমি সিরিয়ার অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন শান্তি পরিকল্পনা পাশ কাটাতে রাশিয়ামুখী ফিলিস্তিনিরা  
পরবর্তী নিবন্ধতিতাস গ্যাসে দুর্নীতি হচ্ছে ২২ খাতে