পপুলার২৪নিউজ ডেস্ক:
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার প্রেনটিকটন শহরে ৬০ বছর বয়সী এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন।
তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) সুপার টেড দ্য জাগের সাংবাদিকদের জানান, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পেনটিকটন শহরে গুলি করে চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাব হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে এভাবে গুলি করে নিরপরাধ মানুষকে হত্যার ঘটনা হরহামেশা ঘটলেও কানাডায় এ ধরনের ঘটনা খুব একটা ঘটে না।