রাজধানীর শেরেবাংলা নগর থেকে ৭৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১০ এর একটি দল শুক্রবার ভোরে ঢাকার শেরে বাংলানগর থানাধীন ফার্মগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্তি ডিআইজি কাইয়ুমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মনিরুল ইসলাম (৩৭), মাসুম মিয়া (২২), লিটন মিয়া (৩২) ও মোছা. শিউলি ওরফে শিল্পী বেগম (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মাদক বিক্রির নগদ সোয়া লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।