চার কার্যদিবস পর শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার টানা চার কার্যদিবস নিন্মমুখী থাকার পর আজ বৃহস্পতিবার বড় ধরনের সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসআজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৪ টি কো¤পানির ৬ কোটি ৩৮ লক্ষ ২১ হাজার ৬৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৮৪ কোটি ১৮ লক্ষ ৬৯ হাজার ৬৭৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৬ দশমিক ৩৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৬২ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, ইস্কয়ার নীট কম্পোজিট, গ্রামীণ ফোন, রেকিট বেঙ্কাইজার, রূপালি লাইফ ইন্সুঃ, ইস্টার্ন কেবলস ও বৃটিশ আমেরিকান টোব্যাকো।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রূপালি লাইফ ইন্সুঃ, সায়হাম কটন, এমএল ডাইং, লিব্রা ইনফিউশন, বিডি অটোকারস, ইস্টার্ন লুব্রিকেন্টস, সুহৃদ ইন্ডাঃ, সিমটেক্স, রেনউইক যজ্ঞেশ্বর ও ইস্টার্ন ব্যাংক লিঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রেকিট বেঙ্কাইজার, শ্যামপুর সুগার, প্রাইম ফাইন্যান্স, জুট স্পিনার্স, হাইডেলবার্জ সিমেন্ট, যমুনা ব্যাংক, এসকে ট্রিমস, বিআইএফসি, তাল্লু স্পিনিং ও প্রিমিয়ার সিমেন্ট।

 

পূর্ববর্তী নিবন্ধবাংলার বারোয়ারি মেলা এবং পহেলা বৈশাখ !
পরবর্তী নিবন্ধজেড গ্রুপ নিয়ে বিএসইসির তিন সদস্যের কমিটি গঠন