পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু

 পপুলার২৪নিউজ ডেস্ক :

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো জয়ী হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও প্রতিদ্বন্দ্বী বান্নি গ্যান্টজের সঙ্গে তার ব্যবধান খুবই সামান্য ছিল।

বুধবার দেশটির প্রধান টেলিভিশন চ্যানেলের বরাতে আরব নিউজের খবরে এমন তথ্য দিয়েছে।

ইসরাইলের এবারের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পড়েছে। তবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু অন্যান্য উগ্রপন্থী দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করতে ভালো অবস্থানে রয়েছেন নেতানিয়াহু।

তবে এই হাড্ডাহাড্ডি লড়াইকে নেতানিয়াহুর চরিত্রের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে। যদিও ইসরাইলি এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ঘুষের মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। তবে নিজের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে শেষ রাতে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এটি ব্যাপক বিজয়ের রাত।

এ বিজয়ের মাধ্যমে ইসরাইলের ৭১ বছরের ইতিহাসে দীর্ঘসময়ের শাসক হতে যাচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, মিত্রদের সঙ্গে জোট গড়তে আলোচনা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ
পরবর্তী নিবন্ধএবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঢুঁ মাশরাফির