আন্দ্রে রাসেলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ

পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্দ্রে রাসেলের বৃহস্পতি এখন তুঙ্গে। আইপিএলে অবিশ্বাস্য ফর্মের বদৌলতে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এরই মাঝে খবর এলো- তার বিরুদ্ধে ডোপিংয়েরও অভিযোগ রয়েছে।

২০১৫ সালে রাসেলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনে জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন। পরে তা সত্য প্রমাণিত হয়। ফলে ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর জ্যামাইকা টি-টোয়েন্টি লিগে ফেরেন বিধ্বংসী অলরাউন্ডার।

সর্বোপরি ড্রাগস কিংবা রঙিন দুনিয়ার সঙ্গে নিজেকে মিশিয়ে দেননি রাসেল। সদর্পে ফিরে আসেন। এখন বিশ্বের জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়াচ্ছেন। বরাবরের মতো এবারও আইপিএলে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জেতাচ্ছেন।

রাসেল ভারতীয় জমজমাট লিগে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে রান করেছেন ২০৭ রান। ইসিংসে যথাক্রমে তার রান ৪৯*, ৪৮, ৬২ ও ৪৮*। প্রতিটি ইনিংসেই স্ট্রাইক রেট আড়াইশর ওপর, ২৬৮.৮৩। ইতিমধ্যে ‘বাহুবলী’ তকমা পেয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিকালে আত্মসমর্পণ করবেন পাবনার ৬ শতাধিক চরমপন্থী
পরবর্তী নিবন্ধআবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার আদেশ আপিলে বহাল