কৃষ্ণসাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাশিয়ার কৃষ্ণসাগরে সামরিক মহড়ায় সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শুক্রবারের ওই মহড়ার একটি ফুটেজও প্রকাশ করেছে রাশিয়া।

তারানতুল-৩ ক্লাস করভেট ইভানোভেট থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাহাজ বিধ্বংসী পি-২৭০ মোসকিট ক্ষেপণাস্ত্র ৩০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। খবর বার্তা সংস্থা স্পুটনিকের।

শত্রুর ২০ হাজার টন ওজনের জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে সুপারসনিক মোসকিট ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র ৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

এ ক্ষেপণাস্ত্র সমুদ্র উপরিভাগের খুব কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম। ফলে এটি শত্রুর রাডারও ফাঁকি দিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবর্ষ বরণে হাজারো কন্ঠের গান !
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বিতর্ক সৃষ্টি করেছে যে প্ল্যাকার্ডটি