মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
হাসপাতাল সূত্রে জানা যায়, (চট্ট মেট্টো-গ ৭১-৮২০০৮০) অ্যাম্বুলেন্সটি ব্যবহার
করে চট্টগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক লাশ দ্রুত বাড়িতে পৌঁছে দিতো।
অসুস্থ অনেক রোগী এটি ব্যবহার করে হাসপাতালে এসে দ্রুত চিকিৎসাসেবা পেতো। গত
তিন মাস ধরে অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকার কারণে দুটি অ্যাম্বুলেন্স দিয়ে চলছে
রোগী সেবা।
চমেক হাসপাতাল গাড়ি চালকদের ইনচার্জ নিপন্দ্র কুমার সিংহ বলেন, চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালের ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১টি প্রায় তিন মাস ধরে
নষ্ট। বেসরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে সরকারি অ্যাম্বুল্যান্স কম দামে রোগীদের
পৌঁছে দেয়া হয়। পটিয়া যেতে বেসরকারি অ্যাম্বুলেন্স ২ হাজার ৫ শত টাকা নেবে।
সেখানে সরকারি অ্যাম্বুলেন্স প্রতি কিলোমিটার ১০ টাকা করে। পটিয়া যেতে ৫ শত
টাকা আসবে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে। হাসপাতালের গ্যারেজে পরিত্যক্ত
অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি। এটির ইঞ্জিলের গ্যাসের লাইন ও গিয়ার
বক্সের সমস্যা রয়েছে। মাত্র হাজার দশেক টাকা খরচ করলে, এটি মেরামত করে
ব্যবহারোপযোগী সম্ভব। হাসপাতালে আসা হায়দার আলী নামে রোগীর স্বজন বলেন,
হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স আছে সেটা আমাদের জানা ছিল না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন,
হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মাঝে একটি নষ্ট কিছুদিন যাবত। দুটা
অ্যাম্বুলেন্স দিয়ে রোগী ও লাশ আনা নেয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যে এটি মেরামত
করা হবে।