ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গত সোমবার রাতে হল সংসদের জিএস জুলিয়াস সিজার ও হল শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মারধরের শিকার হওয়ার অভিযোগ এনেছেন হল সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ফরিদ হাসান। তার কপালের ডান পাশ ও ডান কানে মোট ৩২টি সেলাই পড়েছে।
এ ঘটনার বিচার চাইতে গিয়ে গতকাল এসএম হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দারকে স্মারকলিপি দিতে গিয়ে ফের ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান ও ছাত্র ফেডারেশন থেকে ডাকসুর জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজিরসহ বেশ কয়েকজন।
এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা নুর ও আখতারসহ তাদেরকে প্রাধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করেছেন তারা। এছাড়াও বেনজিরের অভিযোগ, পেটে লাথির আঘাত পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অরণির অভিযোগ, পেছন থেকে তাকে লাথি ও ঘুষি মারা হয়। ইমির অভিযোগ, তাকেসহ অন্যদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়েছে। এসময় নিজের গায়েও ডিম লাগে বলে এসএম হলের প্রাধ্যক্ষ দ্য ডেইলি স্টার অনলাইনরে কাছে স্বীকার করেছেন।
এসব ঘটনার প্রতিবাদে এসএম হলের সামনে থেকে মিছিল নিয়ে এসে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে রাতভর অবস্থান করে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর আজ (৩ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী সোমবারের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নয়তো শিক্ষার্থীরা নতুন কর্মসূচি গ্রহণ করবে।
নুর আরও বলেন, “শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন এবং সর্বশেষ ডাকসু নির্বাচনের সময় প্রত্যেকটি হামলার সঙ্গে ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী জড়িত ছিলো। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বার্তাটি দিতে চেয়েছিলাম যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এরা বেপরোয়া হয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিভিন্ন সময়ে হামলা চালাচ্ছে।”
শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, “এসএম হলে আমাদের সঙ্গে অত্যন্ত ন্যক্কারজনক আচরণ করা হয়েছে। এর বিচার না হলে চরম মূল্য দিতে হবে।”
আহত ফরিদ হাসান বলেন, “ছাত্রলীগের গুণ্ডাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এসব ঘটনার বিষয়ে জানতে এসএম হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দারকে আজ দুপরে ফোন করা হলে দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “হলের ভেতর নুর, আখতারেরা অবরুদ্ধ ছিলেন বলে আমার মনে হয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা অবরুদ্ধ রয়েছেন কী-না, তবে তারা কোনো উত্তর দেননি।”
“তারপর আমি তাদেরকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেছি। তখন খালি ওরা না, ধাক্কাটা আমিও খেয়েছি। খালি ওদের ওপর ডিম মারেনি। ডিম তো আমিও খেয়েছি,” মন্তব্য করেন তিনি।
যারা ডিম ছুড়েছে, কটুক্তি করেছে, শারীরিকভাবে হেনস্থা করেছে তাদের নাম ও সাংগঠনিক পরিচয়সহ অভিযোগ এসেছে। অভিযোগকারীরা বলেছেন আপনিও তাদের দেখেছেন, আনিও তাদের চেনেন। এ বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, “অন্ধকারের ভেতর কারা ডিম মেরেছে তা তো আমি বলতে পারবো না। আমার যেটি করণীয় ছিলো, আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। এখন পুরো বিষয়টি কমিটি দেখবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিয়ম অনুযায়ী যা করার আমি তা করবো।”
এ ঘটনায় হলের সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে কী-না? এমন প্রশ্নের উত্তরে মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, “হলের মূল ফটকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি সেটিও যাচাই করে দেখবে।”
হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা থাকেন কী-না জানতে চাইলে তিনি বলেন, “আমরা কিছু রুম খুঁজে পেয়েছি যেগুলোতে পাশ করা শিক্ষার্থীরাও থাকছেন। সে ব্যাপারে আলাদা একটি সিট বণ্টনকারী কমিটি করে দিয়েছি। যারা খুব দ্রুত বৈঠক করে হলের বারান্দায় যারা থাকেন তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিটের ব্যবস্থা করে দেবেন।”
এসএম হলে হামলা ও লাঞ্ছনার ঘটনায় কী ধরণের ব্যবস্থা নেবেন? জানতে চাইলে প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, এর আগেও আমার হলে একটি সমস্যা হয়েছিলো। আমরা একজনকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিয়েছিলাম। ফরিদ হাসানের ওপর হামলা, নুর, বেনজির ও অরণিদের ডিম ছুঁড়ে হেনস্থার ঘটনাটি খতিয়ে দেখতে এসএম হলের আবাসিক দুই শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অপর একজন সহকারী প্রক্টরের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
তবে, এসব বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এবং উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের ফোনে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।- ডেলি ইস্টার