গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ কর্মসূচী আয়োজন করে।

“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার” এ শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একিই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমির মল্লিক বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের ঘোড়দৌঁড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধটানা ১৫ বারের মতো বিজয়ী এরদোগানের দল