শেয়ারবাজারে আসছে এসবিএসি ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে মূলধন সংগ্রহ করতে কাজ শুরু করেছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের জুন নাগাদ ব্যাংকটি শেয়ারবাজারে আসবে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এসবিএসির কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস বলেন, ‘এসবিএসি ব্যাংক ২০১৩ সালে কার্যক্রম শুরু করে। বাংলাদেশ ব্যাংক যখন আমাদের প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) যখন দেয় তখন সেখানে একটি অন্যতম শর্ত ছিল-তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে। ২০১৬ সালে তিন বছর হলেও তখন শেয়োরবাজরের তালিকাভুক্ত হওয়ার অনুকুল পরিবেশ ছিল না। এখন শেয়ারবাজারের অবস্থা ইতিবাচক পর্যায়ে রয়েছে। আমাদের ব্যাংকের আর্থিক অবস্থাও অন্যসব নতুন ব্যাংকের তুলনায় ভালো। সব কিছু বিবেচনায় ব্যাংক কর্তৃপক্ষ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এজন্য আইসিবির ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে। তারা আর্থিক বিবরণী পর্যালোচনা করে ব্যাংক কর্তৃপক্ষকে জানাবে। তখন ব্যাংকের পক্ষ থেকে আইপিওর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ বলা যায় আইপিওর কাজ শুরু হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে এসবিএসি।’

গত ৩১ মার্চ এসবিএসির সঙ্গে একটি চুক্তি সই করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। রাজধানীর মতিঝিলে এসবিএসির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেল রহমান চুক্তিতে সই করেন।

বর্তমানে ৩০টি ব্যাংক দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া ‘গতকালের চেয়ে’ আজকে ভালো আছেন: বিএসএমএমইউ পরিচালক
পরবর্তী নিবন্ধউপজেলা নির্বাচন: ইভিএমে আগ্রহ কম ভোটারদের