চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৬.৫০ শতাংশ

সাইদ রিপন: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট পাঁচ ধাপে শেষ করার সিদ্ধান্ত রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। ইতোমধ্যে চার ধাপের ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভোট পড়ার হার সবচেয়ে কম চতুর্থ ধাপে।

ইসি সূত্র জানায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮ উপজেলায় গড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ, দ্বিতীয় ধাপে ১২৩ উপজেলায় পড়ে ৪১ দশমিক ২৫ শতাংশ, তৃতীয় ধাপে ১১৬ উপজেলায় পড়ে ৪১ দশমিক ৪১ শতাংশ এবং সর্বশেষ চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় পড়েছে ৩৬ দশমিক ৫০ শতাংশ ভোট।

সোমবার (১ এপ্রিল) ইসির দেয়া তথ্য থেকে জানা যায়, ৩১ মার্চ অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে ১০৭ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৬৮১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ৬১৫ জন। এতে মধ্যে বৈধ ভোট পড়েছে ৫৯ লাখ ৩০ হাজার ২৭১টি এবং অবৈধ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮টি।

ইসির তথ্য থেকে আরও জানা যায়, ১০৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এর নির্বাচনের মাধ্যমে ৪৯ জন এবং ২৪ জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী একক প্রার্থী হিসেবে বিনা ভোটে জয়লাভ করেন। আওয়ামী লীগের বাইরে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি।
এছাড়া জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে একজন এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন জয়লাভ করেছেন। এর বাইরে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভোট অনিয়মের কারণে ইসি স্থগিত করায় সেখানে পরবর্তীতে নির্বাচন হবে। চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নি নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধপাকবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত