পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ভোট গণনায় কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীর এজেন্টরাও উপস্থিত রয়েছেন।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
কয়েকটি জায়গায় অনিয়ম এবং ভোটারদের অনাগ্রহের মধ্যদিয়ে শেষ হয়েছে পঞ্চম উপজেলা নির্বাচন। কোনও কেন্দ্রে ভোট স্থগিতের তথ্য পাওয়া যায়নি। কোথাও বড় ধরনের কোনও সহিংসতাও ঘটেনি।
নির্বাচন পরিচালনা সাখা জানায়, ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮৪টি উপজেলায় ২৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০০ উপজেলায় ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটির বেশি এবং কেন্দ্র সংখ্যা সাড়ে আট হাজার।
নির্বাচনে ৯০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও চতুর্থ ধাপের ১৫টি উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।