সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ গুনী

রাজু আনোয়ার: ঘোষণা করা হয়েছে সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ।গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ।
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী মাসে । ছয় বিভাগে দেশের সাহিত্যাঙ্গনের অন্যতম এ পুরস্কার পাচ্ছেন ১২ জন কবি-সাহিত্যিক।
এ বছর কথাসাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ (অন্যপ্রকাশ) ও শাহাদুজ্জামান ‘মামলার সাক্ষী ময়না পাখি’ (প্রথমা), কবিতায় আফজাল হোসেন ‘১৯ নম্বর কবিতা মোকাম’ (অনন্যা) ও মারুফুল ইসলাম ‘প্রান্তুম’ (অন্যপ্রকাশ), প্রবন্ধ ও মুক্তিযুদ্ধ শাখায় সিরাজুল ইসলাম চৌধুরী ‘সময় বহিয়া যায়’ (কথাপ্রকাশ) ও মেজর জেনারেল (অব.) মো. সরোয়ার হোসেন ‘১৯৭১ প্রতিরোধ সংগ্রাম বিজয়’ (প্রিয়মুখ), ভ্রমণ ও আত্মজীবনী শাখায় ফারুক মঈনউদ্দীন ‘সুদূরের অদূর দুয়ার’ (সময়), শিশুসাহিত্যে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ‘ভূতকল্যাণ সমিতি’ (কথাপ্রকাশ) ও মোকারম হোসেন ‘রঙের গাছ’ (শিশুপ্রকাশ)।
প্রথম বই শাখায় মাজহারুল ইসলাম ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’ (জার্নিম্যান বুকস), হক ফারুক আহমেদ ‘নিঃসঙ্গতার পাখিরা’ (অন্যপ্রকাশ) এবং সায়রা আফ্রিদা ঐশী ‘অন ডেইজ লাইক দিস’ (জার্নিম্যান বুকস) বইয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন।
দেশের শিল্প সাহিত্যের গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি প্রতি বছর গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত সেরা ও মানসম্পন্ন বই যাচাই-বাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করেন।
রেজানুর রহমান জানান, আনন্দ আলো তার দায়বদ্ধতা থেকে ২০০৮ সালের একুশের গ্রন্থমেলা থেকে সিটি ব্যাংকের সহায়তায় এ সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপির র‍্যালিতে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধচৌহালীতে মহিলা মেম্বার কে লাঞ্চিত !