পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করবে নিউজিল্যান্ডের রয়েল কমিশন। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।
১৫ মার্চ দুই মসজিদে অস্ট্রেলীয় সন্ত্রাসী বেনটন টেরেন্টের সন্ত্রাসী হামলায় ৫০ নিহত হয়েছেন।
আরডান দেশটির রাজধানীর ওয়েলিংটনে সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, এটি গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদের এ কাজটি কীভাবে ঘটেছিল এবং কী, এটি বন্ধ করতে হবে। হামলা প্রতিরোধে কী করা উচিত ছিল তাও খাতিয়ে দেখবে রয়েল কমিশন।
এর আগে হামলার ঘটনায় তদন্তের ব্যাপারে একমত হয়েছিলেন মন্ত্রিপরিষদ সদস্যরা। তবে কী ধরনের তদন্ত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তখন।
তিনি রয়েল কমিশনকে বলেন, জণগণের স্বার্থে স্বাধীনভাবে গুরুত্বসহকারে তদন্ত করতে হবে।