শাল্লার দুর্নীতির অভিযোগে ৫ পিআইসি সভাপতি বহিস্কারের পরও বহাল

নুর উদ্দিন, সুনামগঞ্জ : হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদক’এর মামলায় সুনামগঞ্জের শাল্লার ৫ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে (পিআইসি সভাপতি) এবারও পিআইসি’র সভাপতি করা হয়েছিল। গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে কাজের শুরুতেই এই ৫ পিআইসি সভাপতিকে বহিস্কার করা হয়। কিন্তু বৃহস্পতিবার এঁদেরকেই আবার হাওর রক্ষা বাঁধের টাকা তুলতে দেখা যায়। হাওর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঘুরে ফিরে তারাই হাওর রক্ষা বাঁধের কাজ করেছেন এবং বাঁধগুলোর কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে।
২০১৭ সালের হাওর দুর্নীতির কারণে জেলা আইনজীবী সমিতির দায়ের করা মামলায় আসামী ছিলেন- শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাজু মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ সদস্য সুব্রত সরকার ও শিথিল চন্দ্র দাস, আটগাঁও ইউপি সদস্য বশির আহমদ ও আবুল মিয়া। এবারও হাওর রক্ষা বাঁধের পিআইসি সভাপতি তাঁদের করা হয়েছিল। এ নিয়ে সমালোচনা শুরু হলে এই ৫ পিআইসি সভাপতিকে বহিস্কার করে উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। কিন্তু বাস্তবে এঁরাই বাঁধের কাজ করেছেন। দুই কিস্তির বিলের টাকাও তাঁদের নামেই ওঠেছে। বৃহস্পতিবার তৃতীয় কিস্তির টাকা অবশ্য এই ইউপি সদস্যরা নিজেরা উপস্থিত থেকেই অন্য নামে তুলেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সহযোগিতায় বহিস্কার হওয়া পিআইসি সভাপতিগণ তাঁদের স্বজন বা বিশ্বস্ত লোককে কাগজে-পত্রে সভাপতির নাম লাগিয়েছেন এবং তৃতীয় কিস্তির বিলও তারাই তুলেছেন। পিআইসি সভাপতি সাজু মিয়া কাগজে সভাপতি করেছেন তার সহোদর দেলোয়ারকে। সাজু মিয়া বলেন, কাজ আমিই করিয়েছি। এর আগের দুই কিস্তির টাকাও আমার নামেই হয়েছে। তৃতীয় কিস্তির টাকা তোলার আগে কাগজে-পত্রে আমার ভাই দেলোয়ার মিয়াকে সভাপতি করে তাঁর নামে হিসাব খোলেছি এবং ৩ লাখ টাকা তুলেছি। সাজু মিয়ার ছায়ার হাওরের এই প্রকল্পে (৮১ নম্বর পিআইসি) বরাদ্দ ছিল ১৮ লাখ ৫ হাজার টাকা। হবিবপুর ইউনিয়ন পরিষদ সদস্য সুব্রত সরকারও নিজেই ছায়ার হাওরের ৬৮ নম্বর পিআইসির কাজ করেছেন। দুই কিস্তির টাকাও তাঁর নামেই উত্তোলন হয়েছে। তৃতীয় কিস্তির টাকা তোলার আগে কাগজে-পত্রে তাঁর ঘনিষ্ট ওমর চাঁদ চক্রবর্তী’র নাম সভাপতি হিসাবে দিয়ে ব্যাংক হিসাব খোলেছেন। সুব্রত সরকার বললেন, আমি কোন দুর্নীতি করিনি, আমার বাঁধ ২০১৭ সালে ভাঙেনি। তৃতীয় কিস্তির বিলের ২ লাখ ৪০ হাজার টাকা বৃহস্পতিবার পেয়েছেন বলে স্বীকার করেন সুব্রত সরকার।
পিআইসি সভাপতি বশির আহমদ বলেন, কাজ আমিই শেষ করেছি। দুই বিল আমার নামে হয়েছে। এখন তৃতীয় কিস্তির বিল কার নামে হবে জানি না। স্থানীয় কৃষকরা দাবি করেছেন, বশির আহমদ পাউবো’র উপসহকারী প্রকৌশলীর সহায়তায় তাঁর ঘনিষ্ট একজনের নাম সভাপতি হিসাবে দিয়েছেন। পিআইসি সভাপতি আবুল মিয়া ও শিথিল চন্দ্র দাসও কাজ নিজেই করিয়েছেন। বিলও দুই কিস্তির তুলেছেন। আবুল মিয়া তৃতীয় কিস্তির বিল তোলার জন্য কাগজে সভাপতি হিসাবে তাঁর আত্মীয় খুর্শিদ মিয়া এবং শিথিল চন্দ্র দাস তাঁর আত্মীয় রঞ্জন চন্দ্র দাসকে সভাপতি দেখিয়ে ব্যাংক হিসাব খোলেছেন।
উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব পাউবো’র উপসহকারী প্রকৌশলী শমসের আলী স্বীকার করলেন, বহিস্কৃত পিআইসি সভাপতিরাই কাজ করেছেন। তবে কাজ ভাল হয়েছে বলে দাবি করে তিনি বলেন, বহিস্কৃতরাই তৃতীয় কিস্তির টাকা নেবার আগে তাঁদের ঘনিষ্টদের সভাপতি করে কাগজপত্র ঠিক করেছে এবং ব্যাংক হিসাবও খোলেছে।
স্থানীয় একাধিক কৃষক অবশ্য পাউবো’র এই প্রকৌশলীর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, সুব্রত সরকার ছায়ার হাওরের মাদারিয়া বাঁধের কাজ করেছেন। এই বাঁধের একাংশে কিছু কাজ করেছেন তিনি। অন্য অংশে পুরাতন বাঁশই রয়েছে। এর উপরে কিছু নতুন মাটির বস্তা দিয়ে রেখেছেন। অন্য ৪ পিআইসি’র বাঁধগুলোতে ৬০ থেকে ৬৫ ভাগ কাজ হয়েছে। ঘাস লাগানো এখনো হয়নি। কমপেকশনও হয়নি।
উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর হোসেন বলেন, আমার জানা মতে ৫ পিআইসি সভাপতিকে নিয়ে কথা ওঠায় তাঁদের বদল করে নতুন সভাপতি করা হয়েছে। এরপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখবো আমি।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের জানানো হয়েছে এই ৫ পিআইসি সভাপতিকে বহিস্কার করা হয়েছে। ভাল কাজ করতে হলে চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। স্থানীয়রা না পারলেও এটি আমাদের জানাতে পারতেন। এখন কাজের সময়সীমা শেষ। কাজের ক্ষেত্রে সামান্য ছাড়ও দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধকাদেরকে হটিয়ে সংসদ উপনেতা রওশন
পরবর্তী নিবন্ধচরম নাব্যতা সংকটে দক্ষিণ সুনামগঞ্জে পুরাতন সুরমা এখন খেলার মাঠ