সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪০ দশমিক ৩৬ শতাংশ


নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহে দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে উভয় শেয়ারবাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭২০ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৬৩০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ১৬৩ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ২৬৭ টাকা বা ৪০.৩৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৮৪ কোটি ১১ লাখ ১৪ হাজার ৮৯৭ টাকার।

ডিএসইতে সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৫ লাখ ১৯ হাজার ৪০৭ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৯৫ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ২৪০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৪৬ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৫৭২ টাকা কম হয়েছে।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৯৮ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.০৯ পয়েন্ট বা ০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০০৫ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার ও ইউনিট দর। সপ্তাহজুড়ে সিএসইতে ৫০ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৪৮১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৪৩১ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা বা ৪৯ শতাশ কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৩ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১০৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪৪ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৮৭ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্ট বা ১.২২ শতাংশ এবং সিএসআই ৮ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৩৭০, ১৫ হাজার ৩, ১ হাজার ২৫১ এবং ১ হাজার ১২৮ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে মোট ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

পূর্ববর্তী নিবন্ধঅল্পদিনেই সুন্দরী হতে চান?
পরবর্তী নিবন্ধব‌রিশা‌লে নিহ‌তের প্রতিবাদে শিক্ষার্থী‌দের অবরোধ, বাস চলাচল বন্ধ