পশ্চিম আফ্রিকার দেশ ঘানার পূর্বাঞ্চলীয় বনো এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
বৃহস্পতিবার বার রাত ২টায় বাস দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘানার চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়া পথে দুই দূরপাল্লার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়।
দুই বাসে ১০০ জনের মতো যাত্রীর মধ্যে অনেকে পুড়ে মারা গেছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। পুলিশ বলছে, সংঘর্ষের সময় বাস দুটির প্রত্যেকটিতেই কমপক্ষে ৫০ জন করে যাত্রী ছিলেন।তাছাড়া সংঘর্ষের পর একটি বাসে আগুন লাগার কারণে ভেতর থেকে যাত্রীরা বের হতে না পারলে আগুনে পুড়ে মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের কমান্ডার জোসেফ আন্তই সংঘর্ষের ঘটনায় ৬০ যাত্রীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। তবে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদাতা ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ওই অঞ্চলের সরকারি কিনটামপো হাসপাতালের চিকিৎসক কওমি আরহিন বলেছেন, আহত ২৮ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। যাদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
বাস দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া রোজ আনানে বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম এমন সময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। আমরা আনুমানিক দশজন গাড়ির জানালার কাচ ভেঙে বের হতে সক্ষম হই। কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক মানুষ হতাহত হয়। ঘটনাটি ঘটে শেষ রাতের দিকে।’
চীনের কারখানা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ : চীনের জিয়াংসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪০ জন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। ডয়েচে ভেলে জানায়, বিস্ফোরণের পর ভেঙে পড়েছে একাধিক বাড়ি।