দুর্গম এলাকায় স্কুল শিক্ষকদের আবাসন সুবিধা দেয়ার সুপারিশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের দুর্গম এলাকার স্কুল শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এছাড়াও তারা প্রাক-প্রাথমিক নিয়োগ কার্যক্রম জোরদার করাসহ মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম মনিটরিং করার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়।

কমিটি শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি পুষ্টিকর খাবার প্রদান, মেধাবিকাশে খেলাধুলায় উৎসাহিত করা ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে।

এছাড়াও অটিজম শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধডাকসুতে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে নিহতের পরিবাররা পাবেন সাড়ে ৫ লাখ টাকা: সিইসি