এবার অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা

পপুলার২৪নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার এক সতর্কবার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে পাবলিক প্লেসে।

সেখানকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে গণমাধ্যম এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের অনুরোধ করা হচ্ছে। এছাড়া ক্যানবেরাতে বাংলাদেশ মিশন তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। দুটি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দুটি হলো: +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।

এর আগে নিউজিল্যান্ডের দুই মসজিদে বন্দুকধারীর হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহতের পরে গতকাল সোমবার নিউজিল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের বিষয়ে ভ্রমণ সতর্কতা জারি করে বাংলাদেশ। যারা ওই দেশটিতে যারা ভ্রমণের জন্য যেতে চাইছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে এই নোটিশ জারি করা হয়।

হামলাকারী ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন্ট ট্যারান্টকে পরে পুলিশ গ্রেফতার করে।

পূর্ববর্তী নিবন্ধবুধবার সকাল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
পরবর্তী নিবন্ধদীপন হত্যা মামলার চার্জশিট গ্রহণ