মাথাপিছু আয় ১৯০৯ ডলার প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ

সাইদ রিপন: চলতি অর্থবছরের প্রথম আট মাসের হিসেবে দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। অন্যদিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশে।
গত অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় অর্জিত হয়েছিল ১ হাজার ৭৫১ ডলার। আর গতবছর প্রবৃদ্ধির চূড়ান্ত
হার ছিলো ৭ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার (১৯ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স সবকিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার, তা এ বছরের আটমাসেই হয়েছে ১ হাজার ৯০৯ ডলার।
পূর্ববর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন দুই গুনী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া খুবই অসুস্থ, হুইলচেয়ারে বসতে পারছেন না: ফখরুল