ইচ্ছে ছিল গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার মধুরহাইল্যায় বাবা জামাল উদ্দিন সরকারের কবরের পাশে শায়িত হবেন ড. আবদুস সামাদ।
সেজন্য নির্দিষ্ট করে রাখা হয়েছিল জায়গাও। কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের গোরস্তানে তার লাশ দাফন করা হবে। ঢাকায় বসবাসরত ড. সামাদের বড় ছেলে তোহান মোহাম্মদ এ তথ্য জানান।
তোহান আরও জানান, বাংলাদেশ সময় শনিবার রাত ৩টার দিকে তার বাবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এজন্য নিউজিল্যান্ডের পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের ডেকেছে। নিউজিল্যান্ডে বসবাসরত তার মা কেশোয়ারা সুলতানা ও ছোট দুই ভাই তারেক, তানভিরের সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন।
ড. সামাদের ভাই মতিয়ার রহমান ও শামসুদ্দিনসহ পরিবারের সবাই আশা করেছিলেন ভাইয়ের লাশ দেশে আনলে তারা শেষবারের মতো তার মুখটা দেখতে পারতেন। তারা চেয়েছিলেন ভাইয়ের ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হবে।