দিরাইয়ের আগাম ঘোষণা দিয়ে স্কুলছাত্রী মুন্নি হত্যায় বখাটে ইয়াহিয়ার মৃত্যুদণ্ড

নুর উদ্দিন, সুনামগঞ্জ : বহুল আলোচিত সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আনোয়ারপুর মাদানী মহল্লা এলাকায় ঘরে টুকে পড়ার টেবিলেই উপর্যুপুরি ছুরিকাঘাতে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হুমায়রা আক্তার মুন্নিকে (১৯) হত্যাকারী বখাটে ইয়াহিয়া সরদারের (২২) মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া সরদার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল সরদারের ছেলে।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার বুধবার বেলা ১১টার দিকে এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি ইয়াহিয়া সরদার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী (পিপি) ড. খায়রুল কবীর রোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক এহিয়াকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আগাম ঘোষণা দিয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বাসায় ঢুকে হুমায়রা আক্তার মুন্নীকে উপর্যুপুরি ছুরিকাঘাতে করেছিল ইয়াহিয়া সরদার। মুন্নির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা রাহেলা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান স্কুল ছাত্রী মুন্নী। এ ঘটনার দুদিন পর ১৮ ডিসেম্বর মুন্নীর মা রাহেলা খাতুন বাদী হয়ে দিরাই থানায় ইয়াহিয়া সরদার ও তার সহযোগীর তানভির আহমদ চৌধুরীর (২২) নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঐ দিন বিকালে ইয়াহিয়া সরদারের বন্ধু দিরাই শহরের আনোয়ারপুরের বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে তানভির আহমদ চৌধুরীকে (২২) আটক করে পুলিশ। ওই সময়ে মুন্নি হত্যার ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যার ৪দিন পরে ২০ডিসেম্বর রাত ২ ঘটিকার সময় সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানার অন্তর্গত মাসুক বাজার নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ইয়াহিয়া কে আটক করে।
আলোচিত এ মামলার রায়ে সন্তোস প্রকাশ করে নিহত মুন্নীর মা রাহেলা বেগম বলেন, আমার মেয়ে হত্যাকারী বখাটের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর সাজা দ্রুত কার্যকর করার দাবি জানান মুন্নির মা।

পূর্ববর্তী নিবন্ধছাতকে দু’প‌ক্ষের ম‌ধ্যে বন্ধুক যুদ্ধে আহত শতা‌ধিক
পরবর্তী নিবন্ধদোয়ারায় সীমান্ত অপরাধে জড়িত ২৪জন আলোর পথে