সুফিয়া কামাল হলে ভোট বন্ধ রেখে ছাত্রীদের বিক্ষোভ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ডাকসু নির্বাচনের ভোট শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ব্যালট বাক্স না দেখানোর প্রতিবাদে ভোট প্রদান বন্ধ রেখে বিক্ষাভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ভোট দেয়া বন্ধ রেখেছেন সাধারণ ছাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ভোট শুরুর আগে সকালে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি। শিক্ষার্থীদের দাবির মুখেও ব্যালট বাক্স দেখাননি প্রভোস্ট।

৯টি ব্যালট বাক্সের মধ্যে তিনটি দেখাতে চাচ্ছে না প্রশাসন। সেগুলোতে ছাত্রলীগের প্রার্থীদের নামে ভোট দেয়া আছে অভিযোগ তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী বলেন, শুরু থেকে ভোট প্রক্রিয়া অস্বচ্ছ ছিল, ব্যালট বাক্স না দেখালে আমরা ভোট দেব না।

এদিকে বেগম রোকেয়া হল ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালটবাক্স সরিয়ে ফেলার অভিযোগ করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এ অভিযোগে বিক্ষোভের মুখে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের, পুনঃভোট দাবি
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হলো: বিএনপি