কিমের সৎভাইকে হত্যার দায়ে আটক নারীর মুক্তি  

পপুলার২৪নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামকে হত্যার দায়ে আটক সিতি আয়সা নামে ইন্দোনেশিয়ার ওই নারী মুক্তি পেয়েছেন।

২০১৭ সালে মালয়েশিয়ার কুয়ালামপুর বিমানবন্দরে কিম জং নামকে বিষ ও চেতনানাশক প্রয়োগ করে হত্যা করা হয়। খবর বিবিসির।

এ সময় ভিয়েতনামের নাগরিক দোয়ান থি হুয়ংয়ের সঙ্গে আয়সাকেও ওই হত্যা মামলায় গ্রেফতার করা হয়।

প্রথম থেকেই তারা দুজন বলে আসছিলেন- এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত না। একটা টিভি প্রাংয়ের জন্য তারা অভিনয় করছিলেন মাত্র।

হত্যাকাণ্ডে আয়সার কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন আদালত। তবে অপর আসামি এখনও কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভোট দিলেন জিএস প্রার্থী গোলাম রাব্বানী
পরবর্তী নিবন্ধঅনিয়মের প্রতিবাদ, ভোট দেননি ছাত্রদলের ভিপি প্রার্থী