পপুলার২৪নিউজ প্রতিবেদক:
একাত্তরে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাঁচ আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো. হান্নান খান।
মামলার আসামি ময়মনসিংহের ধোবাউড়া পশ্চিম বালীগাঁও গ্রামের মো. কিতাব আলী ফকির (৮৫), মো. জনাব আলী (৬৮) এবং মো. আ. কুদ্দুছ (৬২) কারাগারে বন্দি আছেন।
মামলার অন্য দুই আসামি পলাতক। তবে গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি সংস্থাটি।
২০১৮ সালের ৬ আগস্ট শুরুর পর গত ৭ মার্চ এ মামলার তদন্তকাজ শেষ হয়। তদন্তে ৪০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।