বাংলা চলচ্চিত্রের হৃত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

রাজু আনোয়ার:বাংলা চলচ্চিত্রের হৃত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে যেখানে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে। এসব বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ (শনিবার) সকালে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত “যদি একদিন” চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রোমান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও ভারতীয় বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের সাড়া জাগানো নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রধান অতিথি বলেন, “যদি একদিন” চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকসহ নায়ক-নায়িকারা সবাই খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা।আশা করছি, চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ও সমাদৃত হবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভি‘র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

শুভেচ্ছা বক্তৃতা করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

 

পূর্ববর্তী নিবন্ধনারী দিবসের সম্মাননা পাচ্ছেন ত্রপা মজুমদার
পরবর্তী নিবন্ধঅ্যাওয়ার্ড বিশ্বের নির্যাতিত নারীদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী