বরিশালে বাস-ইজিবাইক সংঘর্ষে বৃদ্ধা নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার (ইজি বাইক) মুখোমুখি সংঘর্ষে রেনু বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

শনিবার সকাল ৯টার দিকে রূপাতলী এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতি-১ কার্যালয়সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম নগরীর ২৫নং ওয়ার্ড রূপাতলী এলাকার বাসিন্দা আবদুর রব হাওলাদারের স্ত্রী। রেনু বেগম বরিশালে ভাড়া থাকতেন; তার বাড়ি ভোলা জেলায়।

কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অটোরিকশাচালক আবদুস ছালাম ও অপর যাত্রী মোতাহার খানকে গুরুতর অবস্থায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

পূর্ববর্তী নিবন্ধএস-৪০০ কেনা নিয়ে তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি
পরবর্তী নিবন্ধচালের বাজার নিয়ন্ত্রণ করছে চার-পাঁচজন ব্যয়সায়ী : বাণিজ্যমন্ত্রী