আশুলিয়ায় কারখানার গরম পানিতে দগ্ধ ৫ শ্রমিক

 পপুলার২৪নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামে এক সুতা তৈরির কারখানায় কাজ করার সময় গরম পানিতে দগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক।

শুক্রবার ভোররাতে আশুলিয়ার জামগড়া এলাকার ওই সুতা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার ডাইং ইনচার্জ মনির হোসেন ও কালাম মিয়া এবং অপারেটর রমজান, নুরু ও সাজু।

ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড কারখানার ব্যবস্থাপক রিয়াজুর রহমান বলেন, রাতের শিফটে কাজ করার সময় অসাবধানতাবশত ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হন তারা।

আহতদের মধ্যে অপারেটর তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, রমজানের শরীরের ৪৮ শতাংশ, নুরুর ৩৫ ও সাজুর ৩০ শতাংশ পুড়ে গেছে।

অন্যদিকে মনির ও কালামকে উত্তরার কামারপাড়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা বেড়েছে: ফখরুল
পরবর্তী নিবন্ধখুলনায় এসবিএসি ব্যাংকের নারী দিবস উদযাপন