প্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও পর্যবেক্ষণ প্রয়োজন: কাজী খলীকুজ্জমান

সাইদ রিপন:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী
খলীকুজ্জমান বলেছেন, স্থানীয় পর্যায় থেকে শুরু করে সরকারি পর্যায় পর্যন্ত
প্রকল্প বাস্তবায়নে যথাযথ সমন্বয় এবং পর্যবেক্ষণ প্রয়োজন। একই সাথে তিনি
সরকারি নীতির সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণের জন্য বেসরকারি
সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবারর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে ‘The Role of PKSF as Direct
Access Entity to Green Climate Fund (GCF)’ বিষয়ে একটি অবহিতকরণ
কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক
সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন। পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে
অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক
মোঃ আবদুল করিম।

ইআরডির অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম পিকেএসএফ-এর বিভিন্ন উন্নয়নমূলক
কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, এসকল উদ্যোগ সরকারের সামাজিক নিরাপত্তা
বলয়ের পরিপূরক হিসেবে কাজ করছে। একইভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত
মোকাবেলায় পিকেএসএফ অগ্রণী ভূমিকা রাখবে। পিকেএসএফ-এর ব্যবস্থাপনা
পরিচালক মো. আবদুল করিম স্বাগত বক্তব্যে বলেন গ্রীন ক্লাইমেট ফান্ড
(জিসিএফ)-এর স্বীকৃত সংস্থা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় জলবায়ু পরিবর্তনের
অভিঘাত মোকাবেলায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ ও তরান্বিত হবে।
পিকেএসএফ ইতোমধ্যে চারটি প্রকল্পের প্রস্তাবনা জিসিএফ-এ দাখিল করেছে এবং
জিসিএফ-এর অর্থায়ন পেলে পিকেএসএফ-এর সহযোগী সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন
করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগণফোরাম থেকে সুলতান মনসুর বহিষ্কার
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ২ লাখ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সৌদি