পপুলার২৪নিউজ প্রতিবেদক
পুরান ঢাকার দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট ছিঁড়ে ১৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের দ্রুত প্রথমে ন্যাশনাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট কাউসার।
তিনি বলেন, ১৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের খবর তিনি পাননি।
ঢাকা আইনজীবী সমিতিরর সদস্য অ্যাডভোকেট মো. আবুল কাসেম নাদিম জানান, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।
ফায়ার সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট ওপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানাতে পেরেছি।
ডিএমপির কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট ওপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে আটজন আহত হন।