পপুলার২৪নিউজ ডেস্ক:
হোমিওপ্যাথিক সিরাপ খেয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে জাহাঙ্গীর আলম (৪০) ও শুক্কুর মাহমুদ (৪৩) নামে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাত ৮ টার দিকে মুমুর্ষ অবস্থায় তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলম ও শুক্কুর মাহমুদ মঙ্গলবার দুপুর ২টার দিকে মিঠামইন বাজার থেকে বাড়িতে গিয়ে হঠাতই অসুস্থ হয়ে পড়েন।
কি খেয়েছিল প্রশ্নে সর্বশেষ দুজনে মিলে একটি হোমিওপ্যাথিক দোকান থেকে শ্বাসকষ্টের সিরাপ খাওয়ার কথা জানায় তারা।
এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে তাদের দুজনকে প্রথমে মিঠামইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত অবস্থার অবনতি ঘটলে করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রাত ৮ টার দিকে সেখান থেকে তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে এনে ভর্তি করা হয়।
হাসপাতালে নেয়ার পর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. আলী তাদের মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম সোপান (হেড কোয়ার্টার) জানান, মিঠামইন থানা পুলিশের সংগ্রহ করা তথ্যমতে এ দুজন একটি হোমিওপ্যাথিক দোকান থেকে তরল ডোজ খেয়েছিলেন।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।