দিরাইয়ের ভরাম হাওর অরক্ষিত

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

চলতি মৌসুমে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময়সীমা ২৮শে ফেব্রুয়ারি শেষ হলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ঝুঁকিপূর্ণ দুটি প্রকল্পে কাজ হয়নি অর্ধেকও। কাজের ধীরগতি নিয়ে শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা। প্রকল্প কমিটির লোকজন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্বজন হওয়ায় কাজ আদায়ে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের লোকজনকে। প্রকল্পগুলোর প্রভাবশালী সভাপতি-সম্পাদককে খুঁজে পাচ্ছে না প্রশাসনের লোকজন।
ভরাম হাওরের ২৮নং প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, ৬৯৯ মিটার বাঁধের মধ্যে অর্ধেকেরও বেশী জায়গা ফাঁকা রয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ভাবে মাটি ফেলা হলেও বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে এখনও মাটি পড়েনি।
বাঁধের কাজে ধীরগতি সম্পর্কে জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি আতাউর রহমান বলেন, আমাকে বিপদে ফেলেছে মাটি কাটার ঠিকাদাররা। তারা আমার সাইডে যে এস্কেভেটর মেশিন দিয়েছিলো তা নষ্ট হয়ে যায়, দশদিন লেগেছে মেশিন ঠিক করতে।
তবে পাউবোর কর্মকর্তা রিপন আলী বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, প্রকল্পটি নিয়ে বিপদে আছি। ৩দিন ধরে প্রকল্প কমিটির সভাপতিকে খুঁজে পাওয়া যায় না। মোবাইল বন্ধ, বাড়িতে পুলিশ পাঠিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। প্রকল্প কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান’র স্বজন, তারা কাজ না করিয়ে এদিক-সেদিক দৌঁড়াদৌড়ি করছে। উল্টো আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।
একই হাওরের ১৭নং প্রকল্পে গিয়ে সভাপতি-সম্পাদক কাউকে পাওয়া যায়নি। প্রকল্পে কাজ করাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান’র ভায়রা (স্ত্রীর ভগ্নীপতি) আবদুল হামিদ চৌধুরী। তিনি বলেন, প্রকল্প কমিটির সভাপতি আমার ভাতিজা, এস্কেভেটর মেশিন না পাওয়ার কারণে বাঁধের কাজে বিলম্ব হয়েছে। আগামী দুইদিনের মধ্যে কাজ শেষ করবো।
উল্লেখ্য. ভরাম হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধ কটাইখালীতে ১৭ ও ২৮ দুটি প্রকল্পের মাধ্যমে ১৬শ’ মিটার বাঁধের অনুকূলে ৩৮ লক্ষ ৫৫হাজার ৭০৯ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ৫০ভাগ টাকা প্রকল্প কমিটির অনুকূলে প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাহিরপুরে মাহারাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব
পরবর্তী নিবন্ধশাল্লায় শিক্ষা অফিসার ফেরদৌসের অনিয়ম-দুর্নীতি প্রমাণিত