আজ সিঙ্গাপুর যাচ্ছে ইসির একটি প্রতিনিধিদল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিঙ্গাপুরে যাচ্ছে।

চতুর্থ ধাপ উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ডেটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণকালে শনিবার বিকালে এ তথ্য জানান সচিব।

হেলালুদ্দীন আহমদ এর আগে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, প্রবাসীদের ভোটার করার কার্যক্রম হাতে নেয়ার জন্য ইসি সিঙ্গাপুরকে পাইলট কান্ট্রি হিসেবে গ্রহণ করেছে।

প্রবাসীদের দুর্ভোগ নিয়ে গতকাল শনিবার তিনি বলেন, প্রবাসীরা ৭-৮ দিনের জন্য দেশে আসেন। পরিবারের সঙ্গে সময় কাটান, এর মধ্যে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে হন্যে হয়ে এর কাছে ওর কাছে গিয়ে ঘোরেন। কিন্তু জাতীয় পরিচয়পত্র করতে পারেন না। এর পর আবার নিরাশ হয়ে বিদেশে ফিরে যান।

হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় পরিচয়পত্রের অভাবে তারা জমি কিনতে পারেন না, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন না, একটা সিমকার্ড তুলতে পারেন না, চাকরি নিতে পারেন না, বিদেশ থেকে যে টাকা-পয়সা নিয়ে আসেন তার যথাযথ ব্যবহার করতে পারেন না।

সে জন্য আমরা বিদেশে গিয়েও প্রবাসীদের তথ্য সংগ্রহ করব। প্রাথমিক পর্যায়ে আমার নেতৃত্বে একটি টিম রোববার সিঙ্গাপুরে যাবে।

সেখানে ১ লাখ ৩০ হাজার প্রবাসী রয়েছেন, যার মধ্যে ৫৫ হাজারের কোনো এনআইডি কার্ড নেই। তারা শুধু পাসপোর্ট নিয়ে ওখানে অবস্থান করছেন।

তাদের যদি আমরা এনআইডি কার্ড দিতে পারি, তা হলে তারা যখন দেশে আসবেন, তখন তারা সব ধরনের নাগরিক সুবিধা অনায়াসে পাবেন।

পূর্ববর্তী নিবন্ধখোলামেলা ফটোশুটের কারণে বিতর্কে তারকারা
পরবর্তী নিবন্ধবালাকোট হামলার প্রমাণ দেবে না ভারত