নতুন মিউজিক ভিডিওতে সানাই

পপুলার২৪নিউজ ডেস্ক :
নতুন মিউজিক ভিডিওতে সানাই

সময়ের আলোচিত সমালোচিত মডেল সানাই এবার হাজির হয়েছেন নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। রেইন মিউজিকের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আজাদের নতুন গান প্রেমের নেশায়। গানটিতে সানাই’র সঙ্গে মডেল হয়েছেন অপরাধীখ্যাত মডেল আনান। প্রেমের নেশায় গানটির কথা লিখেছেন সোহেল মাসুদ এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন কণ্ঠ শিল্পী আজাদ নিজেই। নিজের

আজাদ বলেন, এই গানটি আমার আগের গানগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন। আশা করছি শ্রোতারা নতুন চমক পাবেন। সানাইকে নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাকে স্রেফ একজন মডেল হিসেবে কাস্ট করেছি। আর আমাদের কাজটিও পরিচ্ছন্ন। তাই এখানে কারো কিছু বলার থাকবে বলে আমার মনে হয় না।
উল্লেখ্য একই ব্যানারে সানাই অভিনীত আরেকটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের উন্নয়ন এখন সারাবিশ্বে দৃশ্যমান: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধখোলামেলা ফটোশুটের কারণে বিতর্কে তারকারা