হামলা পাল্টা-হামলায় শান্তির বাণী পাকিস্তানের দুই নায়িকার মুখে

হামলা পাল্টা-হামলায় শান্তির বাণী পাকিস্তানের দুই নায়িকার মুখে

কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে আবার যুদ্ধের আশঙ্কা।কাশ্মীর সীমান্তে চলছে হামলা ও পাল্টা হামলা।দুদেশের রাজনীতিবিদদের পাশাপাশি সেলিব্রেটিরাও জড়িয়ে পড়েছেন মুখের লড়াইয়ে। কেউ কেউ হামলার সমর্থন করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন।

পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেছেন, যুদ্ধকে সমর্থন করার মতো ‘নোংরামো’ আর কিছু হতে পারে না। মাহিরার আশা, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে, যুদ্ধকে সমর্থন করা থেকে বিরত থাকবে।

মাহিরা খান আরও লিখেন, ‘যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খতা আর কি হতে পারে? পাকিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাওরা হোকানে শান্তির পক্ষে অবস্থান নিয়ে টুইটারে লিখেছেন শান্তির বার্তা আগে।

বলিউডে ‘সনম তেরি কসম’-এ অভিনয় করে বিখ্যাত হওয়া এই নায়িকা আরও লিখেন, ‘শান্তির জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি!’

কাশ্মীরের পুলওয়ামা হামলায় ভারতের ৪৪ সেনা নিহত হন। এর মধ্য দিয়ে পাকিস্তানের যুদ্ধের দামামা বেজে উঠে।এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালাকোটের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলা দুজন নিহত হন। আজও হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটেছে। এর কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের দুই অভিনেত্রী যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে শান্তির বাণী শোনালেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নির্দেশ: জনবসতিতে জমি অধিগ্রহণ করা যাব না
পরবর্তী নিবন্ধজাতির উদ্দেশে ইমরান খানের ভাষণ