বাংলা একাডেমির পুরস্কার পেল ৬ প্রকাশনা সংস্থা

রাজু আনোয়ার:

বাঙালীর প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দেশের চার গুণীজনের নামে চারটি পুরস্কার ঘোষণা করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রথমবারের মতো একই বছরে দু’জন গুণী ব্যক্তির নামাঙ্কিত দু’টি স্মৃতি পুরস্কার পেয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। পুরস্কার পাওয়া বাকি চার প্রকাশনা সংস্থা হলো— কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, জার্নিম্যান বুকস ও চন্দ্রাবতী একাডেমি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার ২৫তম দিনে বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
একাডেমির মহাপরিচালক জানান, ২০১৮ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৯’ এবং অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যাভিলিয়নের নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্যাভিলিয়ন হিসেবে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯’ পেয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স। অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পাঞ্জেরী ছাড়াও এক ইউনিট স্টল হিসেবে মধ্যমা বহু ইউনিট স্টল হিসেবে বাতিঘর পেয়েছে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

 

পূর্ববর্তী নিবন্ধ‘সাহিত্যের ছাত্রী হলেও এখন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা’
পরবর্তী নিবন্ধশক্তি ও সাহসের উৎস বই