সারদায় ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বিচ্ছিন্ন

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

 

রাজশাহীর চারঘাট উপজেলার সারদা রেলস্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

সারদা রেলস্টেশন মাস্টার লুৎফর রহমান জানান, রাত ৩টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে মালবাহী ট্রেনটি সারদা রেলস্টেশন পার হয়। এ সময় হলিদাগাছী সিগন্যালের কাছে বিপরীত দিক থেকে আসা ট্রেনটিকে পার করতে গেলে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

এর পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সংবাদ পেয়ে রেলের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র প্রকৌশলী আহসানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইতিমধ্যে লাইনচ্যুত ট্রেনটিকে সরিয়ে ফেলা হয়েছে। বেলা ১১টার মধ্যে রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মেডিকেলের বাথরুম থেকে মেয়ে নবজাতক উদ্ধার
পরবর্তী নিবন্ধচকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি এরদোগানের শোক