৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী


জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন , ১২ লাখের মধ্যে ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মিয়ানমারও রাজি, কিন্তু রাখাইনে সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি মিয়ানমার। শিগগিরই নিরাপদে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে সিলেট নগরের মিরাবাজারের মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের উখিয়ায় জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারাই একমাত্র নাগরিকত্বহীন জাতি। তাই তারা এত উগ্র।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএবার আসাদুজ্জামান নূরের হাতে উঠলো ‘গোলাম মুস্তাফা পদক’
পরবর্তী নিবন্ধঢাকা মেডিকেলের বাথরুম থেকে মেয়ে নবজাতক উদ্ধার