চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

সাইদ রিপন: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

বুধবার (২০ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ( ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ , প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোট হবে ৩১ মার্চ।
চতুর্থ ধাপে সারাদেশের ১৬টি জেলান মোট ১২২টি উপজেলায় ভোট হবে বলে জানান হেলালুদ্দীন আহমদ।
তিনি আরো জানান,  নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারী এমপিদের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রাজাপুর থানার ওসি’র বিরুদ্ধে