নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জে বেশির ভাগ হাওর রক্ষা বাঁধে অর্ধেকেরও কম কাজ হওয়ায় কৃষকরা আতংকিত। কোন কোন বাঁধে ১০ থেকে ১৫ শতাংশ কাজ হয়েছে এমন তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই জানা রয়েছে। একারণে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) সভাপতিদের আটক, মুচলেকা আদায় এবং বহিস্কারও করা হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর এবং জগন্নাথপুরের নলুয়ার হাওরের দুই পিআইসি সভাপতিসহ সংশ্লিষ্ট ১১ জনকে আটক করা হয়েছে। তাহিরপুরের আটককৃত পিআইসিরা তাদের বাঁধে ১০ শতাংশ কাজও শেষ করেননি। জগন্নাথপুরের পিআইসিরা ৪০ ভাগ কাজও শেষ করেনি।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্ববৃহৎ হাওর নলুয়ার হাওরের বোরাখালী গ্রাম সংলগ্ন ৭ নম্বর প্রকল্পের বাঁধের কাজ ২৫ ভাগও হয়নি। ৬ ও ৯ নম্বর প্রকল্পের কাজ হয়েছে ৪০ ভাগ, ১০ ও ১১ নম্বর প্রকল্পের কাজও অর্ধেক বাকী রয়েছে।
স্থানীয় একাধিক কৃষক এমন তথ্য জানিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের মধ্যে ৪ জনকে মঙ্গলবার আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নলুয়ার হাওরের ১ নম্বর পিআইসি’র সভাপতি যুবরাজ মিয়া, ২ নম্বর পিআইসির সভাপতি আসাদুল হক, ৭ নম্বর পিআইসির সভাপতি শান্তনা ইসলাম ও ৯ নম্বর পিআইসি’র সভাপতি সাব্বির মিয়া। এঁরা ৩০ ভাগ কাজও শেষ করেননি। অন্যদের নিকট থেকে মুচলেকা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম।
তাহিরপুরের মাটিয়ান হাওরের দুটি বাঁধে ১০ ভাগ কাজও মঙ্গলবার পর্যন্ত শেষ হয়নি। হাওরের ৪৬ নম্বর পিআইসির সভাপতি সিরাজুল ইসলাম ও ৪৭ নম্বর পিআইসির সভাপতি মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ৭ জনকে মঙ্গলবার অফিসে ডেকে এনে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এই উপজেলার ৬৪ টি প্রকল্পের মধ্যে ৩০ টি প্রকল্পেই ৩০ ভাগের বেশি কাজ হয়নি বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম।
হাওরের তলানি হিসেবে পরিচিত শাল্লা উপজেলায় ৪-৫ টি বাঁধ ব্যতিত অন্য বাঁধগুলোয় ৩৫-৪০ শতাংশের বেশি কাজ হয়নি, এমনটা দাবি করেছেন প্রেসক্লাব সভাপতি পিসি দাস। এই উপজেলার দাঁড়াইন নদী ঘেষা হাওর ভান্ডা বিলের বাঁধ এবং কুশিয়ারা নদীর পাড়ের ভেড়াডহর বাঁধে এখনো ৩০-৩৫ ভাগের বেশি কাজ হয়নি বলে দাবি করেছেন দুই বাঁধের পাশের গ্রামের কৃষক হরিনগরের কাজল দাস ও ভেড়াডহরের বিষ্ণু পদ দাস। পিসি দাস জানিয়েছেন, প্রকল্প দেখভালের দায়িত্বে থাকা টেগ অফিসাররাই জানিয়েছেন উপজেলার ৮, ৯, ১১, ১৬, ২৪, ২৭, ৩২, ৫১, ৫২. ৭০, ৭২, ৭৩, ৭৮, ৯১, ১০৩, ১০৬, ১০৮ ও ১১৪ নম্বর পিআইসির কাজ ৩৫ ভাগের বেশি হয়নি। এই উপজেলায় সোমবার মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব সাবিরুল ইসলাম বিপ্লব সরেজমিনে গিয়ে ছায়ার হাওরের ৭০ নম্বর পিআইসি সভাপতি কবির মিয়া ও সদস্য সচিব প্রদীপ দাসকে আটক করেন। পরে ৩ দিনের মধ্যে কাজ শেষ করার মুচলেকা আদায় করে ছাড়া হয় এঁদের।
বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ বলেছেন, উপজেলা হাওর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির পক্ষ থেকে ৬০-৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানানো হলেও, সরেজমিনে ঘুরে দেখা গেছে ৫০-৫৫ ভাগের বেশি কাজ হয়নি। পাউবোর নীতিমালা অনুযায়ী হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়কাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার সবকয়টি উপজেলা মিলে ১২১ টি ঝুঁকিপূর্ণ ক্লোজার। এই ক্লোজারের অনেকগুলোরই কাজ এখনো শেষ হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয়ভাবে তদারকির দায়িত্বে থাকা শাখা কর্মকর্তারা (উপ সহকারি প্রকৌশলীগণ) অবশ্য দাবি করেছেন, ক্লোজার বা ঝুঁকিপূর্ণ বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। সময়মত কাজ শেষ করা সম্ভব হবে, ইতোমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু বাঁশ-বস্তা দেয়া হবে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, বাঁধের কাজ আশানুরুপ হয়নি। মাটি ফেলার কাজ চলমান থাকলেও কোথাও মাটি কমপেকশন করা হয়নি। বাঁধ মজবুত করতে সঠিকভাবে স্লোপ দেয়া হয়নি, উল্টো বিভিন্ন বাঁধের গোড়া থেকেই মাটি তোলা হয়েছে।
জেলার ১২১ ক্লোজারের মধ্যে দরগাপাশা ইউনিয়নের জামখলা ক্লোজারের (পাইকাপন গ্রামের কাছের বাঁধ) কাজ এখনও শেষ হয়নি।
জগন্নাথপুরের বৃহৎ হাওর নলুয়ার হাওরের দাস নোয়াগাঁও গ্রামের কাছের ক্লোজারের মাটি ভরাট এখনও শেষ হয়নি।
দিরাই উপজেলার রবাম হাওরের তুফানখালী ক্লোজার, মাছুয়ার খাড়ার ক্লোজার, চাপতির হাওরের বৈশাখীর ক্লোজারের মাটির কাজ শেষ হয়নি। উদগল বিল হাওরের জয়পুর বাঁধের স্লোপ কম, মাটি কমপেকশন করা হয়নি। বাঁধের কিছু অংশে গোড়া থেকে মাটি তোলা হয়েছে।
শাল্লা উপজেলার উদগল বিল হাওরের জয়পুর বাঁধের ৪০ ও ৪৫ নং প্রকল্পের কাজ চলমান রয়েছে, এই দুইটি প্রকল্পের ক্লোজারে স্তুপ স্তুপ করে মাটি ফেলা হয়েছে। ভান্ডা বিল হাওরের নোয়া জাঙ্গালের ক্লোজার, হরিনগরের ক্লোজার, ছায়ার হাওরের ভেড়ামোহনার ক্লোজার, মুক্তারপুরের ক্লোজার, কালীকুটা হাওরের হাওয়ার বাঁধ ও হিংরার খাল ক্লোজারের কাজ এখনও শেষ হয়নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ১৫ ফেব্রুয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তাহিরপুরের মাটিয়ান হাওরের প্রকল্পগুলো সরেজমিনে দেখে ক্ষুব্ধ হয়েছিলেন। ওই দিন পর্যন্ত বাঁধে ১০ ভাগ কাজ হয়েছিল। এরপর আরো ৪ দিন পার হলেও এক ভাগ কাজ আগায়নি। এই অবস্থায় প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের অফিসে ডেকে এনে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম জানান, আটককৃতরা কাজে অবহেলা ও অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন, জেলার ৩৭ হাওরে ৫৬৫ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ করছে। এসব বাঁধে গড়ে ৬৮ ভাগ কাজ হয়েছে। সোমবার উপজেলা হাওর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটির সভাপতি ও সদস্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে বাঁধের কমপেকশন ঠিকভাবে করতে হবে। গোড়া থেকে মাটি কাটা বন্ধ করতে হবে। যে বাঁধের গোড়ায় মাটি কাটা হয়েছে, সেগুলো ভরাট করতে হবে। বাঁধের স্লোপ যথাযথভাবে করতে হবে। স্লোপকে কমপেকশন করতে হবে। এরপর ঘাস লাগাতে হবে। ক্লোজারগুলোতে জিও টেক্সটাইল, বস্তা ও বাঁশ ঠিকভাবে দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হবে।