ভারতে ফের হামলার হুমকি পাকিস্তানি জঙ্গি জইশের

যেকোনো মুহূর্তে পুলওয়ামা হামলার মতো ঘটনা ঘটাতে পারে জইশ-ই-মহম্মদ। একদিকে যখন ভারতের কাছে পুলওয়ামা হামলার প্রমাণ চাইছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান, ঠিক সেই সময় ভারতে ফের নাশকতা চালানোর হুমকি দিয়ে ভিডিও সামনে আনল জইশ-ই-মহম্মদ।

যে ভিডিওতে কালো কাপড় ঢাকা এক ব্যক্তিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে তিনি জানাচ্ছে, জইশের যখন ইচ্ছা হবে তখনই পুলওয়ামার মতো ঘটনা ঘটাতে পারবে। একই সঙ্গে পুলওয়ামায় ঘটা ভয়ঙ্কর জঙ্গি হামলার দায় আবারও স্বীকার করে ওই জঙ্গি। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ভিডিও ইতোমধ্যে দেখানোও হচ্ছে।

এদিকে জইশের নতুন এ ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কোন সূত্র ধরে এ ভিডিও ভারতে আসল তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে পুলওয়ামা হামলার পর ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। স্বাভাবিকভাবেই আঙুল ওঠে পাকিস্তানের দিকে।

Kashmir

মঙ্গলবার সকালে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেয় ভারতীয় সেনা। লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জইশ-ই-মহম্মদ পাকিস্তানেরই সন্তান। এ পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি সেনার ১০০ শতাংশ হাত রয়েছে। তবে পাকিস্তানিদের অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে বলে আশ্বস্ত করেন তিনি।

এরপরই ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, এটা নতুন পাকিস্তান। এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। আর যদি যোগ থাকে তাহলে ভারতের কাছে প্রমাণ চেয়েছেন ইমরান।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলার অন্তত ৪৪ সিআরপিএফ সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধভিডিও সরানোর শর্তে সালমান মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ
পরবর্তী নিবন্ধহামলা চালাতে পারে ভারত : জাতিসংঘকে পাকিস্তান