ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

মনোনয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি, জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ।ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। প্রায় দুই যুগ পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নিজ নিজ হলে এ ভোটগ্রহণ হবে। বুধবার (২০ ফেব্রুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
পরবর্তী নিবন্ধশহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৬ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার