মুকসুদপুরে জমে উঠেছে বিআরডিবি’র নির্বাচন

মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার পর থেকে সরগরম হয়ে উঠেছে মুকসুদপুর উপজেলার হাট-বাজার, চায়ের দোকান। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত সমবায়ীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। এই নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। রবিবার মুকসুদপুর উপজেলা বিআরডিবি’র কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। সোমবার বাছাই শেষে আগামী মাচর্রে ২০ তারিখ ২০১৯ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা সকল ভোটারদের নিকট প্রত্যেকের নীজ নীজ কৌশল অবলম্বন করে ভোট প্রার্থনা করছেন। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন বলে জানিয়েছেন। চেয়ারম্যান পদে যেসব প্রার্থীরা নিবার্চনে অংশগ্রহন করবেন তারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রলীগ নেতা ও রামদিয়া এস, কে সরকারি কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সম্পাদক কে এম সাইফুল ইসলাম লেন্টু খান, মুকসুদপুর পপুলার লাইফ ইনস্যুরেন্স লিঃ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক সাবেক মুকসুদপুর বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান মোঃ নাইমুল ইসলাম, সাবেক মুকসুদপুর বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান ও দলিল লেখক ইমরান হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও (দলীয় সুত্রে) সাবেক ছাত্রদল নেতা সাইফুদ্দিন সরদার বিদ্যুৎ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোপিনাথপুর মিয়া পরিবারের সন্তান গোলাম রাব্বি আকাশ।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী সুমনের লাইভের ৬ ঘণ্টায় সরে গেল ডাস্টবিন
পরবর্তী নিবন্ধরিট খারিজ, একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ