পাক রাষ্ট্রদূতকে তলব করে কড়া হুঁশিয়ারি দিল ইরান

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্যের প্রাণহানির ঘটনায় তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ডাইরেক্টর জেনারেল ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিফফাত মাসউদকে ডেকে সংগঠিত এ হামলার জোরালো প্রতিবাদ জানান।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত বুধবার সীমান্তের কাছে পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ২৭ সদস্য নিহত হয়। আত্মঘাতী ওই হামলার প্রতিবাদ জানাতে রোববার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

২৭ সদস্যের প্রাণহানির ঘটনায় দুই দেশের মাঝে চরম উত্তেজনা চলছে।

নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এ ছাড়া পাকিস্তান জঙ্গিদের আশ্রয় ও মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটি।পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-আল আদি (ন্যায়বিচারের সৈনিক) গত ১৩ ফেব্রুয়ারি পাক সীমান্তের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পর দায় স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধদুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধপাকিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া ভারতের