চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়

পপুলার২৪নিউজ ডেস্ক:
চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কোরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী।

এটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের পাণ্ডুলিপি।

স্থানীয় সংবাদমাধ্যম সিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।

অন্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।

এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, প্রাচীন এ কোরআন শরিফ দেখতে প্রতিদিন ছয় হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে।

এদের মধ্যে সিংহাই ও গানসুপ্রদেশের সীমান্তবর্তী শহর শিনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইয়ি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১-১৩ শতকের কোনো একসময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল।

প্রায় ৭০০ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনও সুন্দর ও উজ্জ্বল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ শতভাগ প্রকল্প বাস্তবায়নে সচিবদের পরিকল্পনামন্ত্রী নির্দেশ
পরবর্তী নিবন্ধযানজটে বিশ্বের প্রথম ঢাকা