খালেদা জিয়ার মুক্তির উপায় জানালেন তথ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই।

তিনি বলেন, এক্ষেত্রে তার মুক্তির জন্য দুটি উপায় খোলা আছে। একটি হচ্ছে আইনিভাবে লড়তে হবে অথবা অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী বার বার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও অশ্রদ্ধা জ্ঞাপন করছেন।

তিনি বলেন, কোনো বন্দি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইলে, তিনি ক্ষমা করতে পারেন। এ ছাড়া আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি পেতে হবে।

খালেদা জিয়া দোষ স্বীকার করে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি মুক্তির ব্যবস্থা করতেও পারেন বলে জানান তথ্যমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪
পরবর্তী নিবন্ধআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলাবাহিনী: প্রধানমন্ত্রী