মিলন-সাগরের হাতে দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার

রাজু আনোয়ার:
বাংলা সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিশুসাহিত্য সংসদের ‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই ‘র ছাদবারান্দায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ, সৈয়দ হাসান ইমাম, আলী ইমাম এবং শিশুসাহিত্যিক ফারুক হোসেন। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, কবি আসলাম সানী, কবি রাজু আলীম, ছড়াকার আলম তালুকদার, শিশুসাহিত্য সংসদের ‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ কমিটির প্রধান সমন্বয়ক আমীরুল ইসলাম, রোকনুজ্জামান খান দাদাভাই’র নাতনি প্রিয়তা প্রমুখ।
জানা গেছে, আগামী বছর থেকে এ পুরস্কার দেওয়া হবে শিশু একাডেমির ‘রোকনুজ্জামান খান দাদাভাই’ মিলনায়তনে ।

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধচার তরুণ সাহিত্যিক পেলেন কালি ও কলম পুরস্কার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ডাকাতের ২ সদস্য গ্রেফতার